নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এক সময়ে জাতীয় দলে নিয়মিত হলেও সময়ের বিবর্তনে আব্দুর রাজ্জাকের ব্যস্ততা এখন শুধু ঘরোয়া ক্রিকেটকে ঘিরে। দেশের অন্যতম এই স্পিনার স্পর্শ করলেন নতুন এক মাইলফলক।
বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আব্দুর রাজ্জাক। গত বছর প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজ্জাক। এক বছর পর রাজ্জাকের উইকেট যেখানে ৬০০, সেখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেটও ছুঁতে পারেনি কেউ।
জাতীয় লীগে তৃতীয় রাউন্ড শেষে রাজ্জাকের উইকেট শিকারের সংখ্যা ছিল ৫৯৪টি। চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচেই রংপুর বিভাগের বিপক্ষে একাই শিকার করলেন ৬ উইকেট। তাতে বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আব্দুর রাজ্জাক।
রংপুরের টপ অর্ডার, মিডল অর্ডার একাই ভেঙ্গে দিয়েছেন রাজ্জাক। রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে ফিরেছেন মেহেদী মারুফ, নাসির হোসেন, আরিফুল হক, ধীমান ঘোষ ও সাজেদুল ইসলাম। সবশেষ রবিউল হককে বোল্ড করেন রাজ্জাক এবং এরই সাথে দেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন ৬০০ উইকেটের মাইলফলক।