মমিনুল ইসলাম »
ক্রিকেট বোর্ডে দুর্নীতির দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল এমনকি বাতিল করা হয়েছিলো আইসিসির সদস্যপদ। তবে সব ঠিকঠাক করে আবারও নতুন করে ক্রিকেটে ফিরেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গতবছর বাংলাদেশে এসে অবসর নেয়া হ্যামিল্টন মাসাকাদজা।
আইসিসির সদস্যপদ ফিরে পাওয়ার পর আজই প্রথম সাদা পোষাকের ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে । সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনে চালকের আসনে অবস্থান করছে জিম্বাবুয়ে ।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস মাঠে সকালের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক। টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়ে। ৭ চারের সাহায্যে ১৪৯ বলে ৫৫ রান করে এমবলডুনিয়ার বলে ফিরে গেলে ভাঙ্গে ম্যাসভাউরি ও কাসুজার মধ্যকার ৯৬ রানের জুটি।
ম্যাসভাউরির বিদায়ের পর ক্রেগ এরভিনকে সাথে নিয়ে দুর্দান্তভাবে এগিয়ে যেতে থাকে কাসুজা। তবে শেষ বিকেলে এসে খেই হারিয়ে বসেন কাসুজা৷ ৫ চার ও ১ ছয়ের সাহায্যে ২১৪ বলে ৬৩ রান করে লাহিরু কুমারার বলে সাজঘরে ফিরলে ভাঙ্গে ক্রেগ এরভিনের সাথে ৬৮ রানের জুটি। তবে শেষ বিকেলটা ক্রেগ এরভিন ও ব্রেন্ডন টেইলর মিলে ভালোভাবেই সামলান। দিনশেষে ৮৪ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তোলে জিম্বাবুয়ে । ৫৫ রানে অপরাজিত আছেন এরভিন ও ১৩ রানে অপরাজিত টেইলর।
স্কোরকার্ড:
জিম্বাবুয়ে: ১৮৯/২ ( ওভার ৮৪) কাসুজা ৬৩, এরভিন ৫৫*, ম্যাসভাউরি ৫৫, টেইলর ১৩* , কুমারা ১/৩৭, এমবুলডেনিয়া ১/৬৯