হ্যাজেলউডের বদলি দলে ফিরতে পারেন সিডল!

মারুফ ইসলাম ইফতি »

পার্থ টেস্ট চলাকালীন সময়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন অজি পেসার জশ হ্যাজেলউড।তাই বক্সিং ডে টেস্টে এই স্প্রিড স্টারকে অজি একাদশে পাওয়া যাবে না সেটা আগে থেকেই অনুমান করা হয়েছিল।জশ হ্যাজেলউডের ইনজুরিতে এবার কপাল খুলতে পারে আরেক অজি পেসার পিটার সিডলের।হ্যাজিলউডের ইনজুরির কারনে বক্সিং ডে টেস্ট ম্যাচে 

তাঁর বদলি হিসেবে পিটার সিডলকে স্কোয়াডে চান অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

হ্যাজিলউডের ইনজুরি ও বক্সিং ডে টেস্টে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, এই ব্যাপারে গণমাধ্যমের সামনে কথা বলার এক পর্যায়ে অজি কোচ
জাস্টিন ল্যাঙ্গার বলেন: হ্যাজিলউডের ইনজুরি আমাদের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।এই মুহুর্তে আমাদের তার স্থলাভিষিক্ত কে হবে সেটা নিয়ে ভাবতে হবে।আমার মনে হয় এই মুহুর্তে এই জায়গাটায় পিটার সিডল আমাদের জন্য ভাল অপশন হতে পারে।
সে অ্যাশেজ সিরিজে দারুণ বোলিং করেছে। ভিক্টোরিয়ার হয়েও এমসিজিতে তার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া হ্যাজেলউডের ইনজুরির ব্যাপারে কথা বলতে গিয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেন:আপনার দলের অন্যতম সেরা বোলার যখন ইনজুরিতে পড়ে তখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। সিডনি টেস্টের আগে হ্যাজেলউড পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসবে আমরা এই প্রত্যাশা করছি।

সর্বশেষ অ্যাশেজ সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করেন পিটার সিডল। তিন টেস্টে প্রতিপক্ষের ৯ উইকেট নেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডেও ধারাবাহিক ভাবে পারফর্ম করে আসছেন তিনি।তাই হ্যাজিলউডের পরিবর্তে বক্সিং ডে টেস্টে সিডলের সম্ভাবনাই বেশি দেখছেন অনেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »