নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সদস্য মাশরাফি বিন মর্তুজা সমাজের অসহায়দের নানারকম সাহায্য সহযোগিতা করছেন নিয়মিত। এসব ঢালাওভাবে প্রচারিত হচ্ছে দেশের সংবাদ মাধ্যমে। মাশরাফির জনপ্রিয়তার কারণে ঐসব নিউজ মুহুর্তেই ছড়িয়ে পড়ছে চারদিকে। তবে এই সুযোগকে কাজে লাগাতে মাশরাফিকে নিয়ে চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করেছে একটি অনলাইন সংবাদ মাধ্যম। আর এতে বেশ হতাশ হয়েছেন মাশরাফি।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে এক পাষণ্ড স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় জনতা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিছুটা সুস্থ হলে পুলিশ ঐ নারীকে তার স্বামীর বাড়ি পৌঁছে দেন।
এই খবর শুনে মানবতার ফেরিওয়ালা মাশরাফি বিন মর্তুজা ঐ নারীর খোঁজ-খবর নেন এবং পরবর্তীতে সকল বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি জানান মাশরাফি।
মাশরাফির এই মহানুভবতার খবর এমন মান হানিকর শিরোনামে প্রকাশ করেছে একটি অনলাইন সংবাদ মাধ্যম তাতে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে মাশরাফি। ঐ খবরের শিরোনামে তারা লিখে, ‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি।’
এই বিব্রতকর শিরোনামে ক্ষিপ্ত, বিস্মিত মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করে ব্যাঙ্গাত্মক সুরে লেখেন, ‘এ কেমন শিরোনাম! সাংবাদিকতার সেরা নিদর্শন…..।’
তাছাড়া মাশরাফি আরো লেখেন, ‘যারা বছরের পর বছর এই পেশাটাকে শুধু পেশা হিসেবেই না সর্বোচ্চ সম্মানের সাথে করে আসছেন, উনারাও এসব দেখে লজ্জা পান মনে হয়।’
মুহুর্তেই এই চটকদার শিরোনাম সম্বলিত খবর ছড়িয়ে পড়ে চারদিকে এবং সাংবাদিকতার এই বিভৎস উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের যোগান দেয়।
নিউজক্রিকেট/এমএস