হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার মিশনে ব্যর্থ হয়েছে বাংলাদেশী কিশোররা। বাংলাদেশ সফরে এসে অবশেষে শান্তনার একটি জয় পেয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলকে ২৯ রানের ব্যবধানে পরাজিত করে। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের কিশোররা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতলো ২-১ ব্যবধানে।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল হাসিবুল্লাহর অনবদ্য শতকে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ইনিংস।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৯ রানে এবং সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানের জয় পায় কিশোর টাইগাররা। এর আগে দুই ম্যাচের লংগার ভার্সন সিরিজও বাংলাদেশের কিশোররা ১-০ ব্যবধানে জিতেছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »