নিউজ ডেস্ক »
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর দ্বিতীয় দিনে ক্যারিবিয়ান পেসারদের সুইংয়ে ইংলিশদের কাঁপন ধরিয়ে দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। জেসন হোল্ডার এবং শ্যানন গ্যাব্রিয়েলের অগ্নিঝড়া বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ২০৪ রানেই গুটিয়ে যায়।
এর আগে প্রথম দিনে দিনের শুরুতে খেলতে নেমে বৃষ্টির বাধায় টস না করেই মধ্যাহ্নভোজের বিরতিতে চলে যায় দু’দল। স্থানীয় সময় ১.৩০ মিনিটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ সদ্য অভিষিক্ত অধিনায়ক বেন স্টোকস। তবে তারপরে বৃষ্টি থামলেও মাত্র ১৭ ওভার ৪ বলই খেলতে পেরেছিলো দুদল।
প্রথম দিনে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান করে ইংলিশ ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে শুরুতেই শ্যানন গ্যাব্রিয়েলের তোপের মুখে পরেন স্বাগতিকরা। দিনের শুরুর ৬ষ্ঠ ওভারেই দলীয় ৪৮ রানে জো ডেনলিকে (১৮) বোল্ড করে উদযাপন শুরু করেন গত দিনের একমাত্র উইকেট টেকার বোলার শ্যানন গ্যাব্রিয়েল। এরপর দলীয় ৫১ রানে অপর অপরাজিত ব্যাটসম্যান ররি বার্নসাকে (৩০) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরান গ্যাব্রিয়েল।
অধিনায়ক বেন স্টোকস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এই জুটিতে স্কোর বোর্ডে তুলতে পেরেছিলেন মাত্র ২০ রান। দলীয় ৭১ রানে এই জুটি ভেঙ্গে উইকেট উৎসবে যোগ দেন অধিনায়ক জেসন হোল্ডার। জ্যাক ক্রলিকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান হোল্ডার৷ ৮৭ রানে আবারও সেই হোল্ডারের ধাক্কা। দলীয় ৮৭ রানে ডারউইচের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান ইংলিশ ব্যাটসম্যান ওলি পপকে।
মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পরলে ইংলিশদের ২০০ রানও অসম্ভব মনে হচ্ছিলো। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে জস বাটলারকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক বেন স্টোকস। তবে দলীয় ১৫৪ রানে স্টোকসকে ফেরান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। উইকেট কিপার ডারউইচের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন স্টোকস। এরপর দলীয় ১৫৭ রানে জস বাটলার এবং জোফরা আর্চারকে ফেরান হোল্ডার।
১৭৪ রানে নবম ব্যাটসম্যান মার্ক উডকে শাই হোপের ক্যাচে পরিনত করেন হোল্ডার। জেমস আন্ডারসনকে নিয়ে ১০ম উইকেট জুটিতে ৩০ রানের জুটি গড়ে দলকে ২’শ পাড় করান ডম বেস। ২০৪ রানে জেমস আন্ডারসনকে বোল্ড করে কফিনের শেষ পেরেকটি মারেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ডম বেস অপরাজিত থাকেন ৩১ রানে।
এরপর ব্যাটিংয়ে নেমে দিন শেষে মাত্র ৫৭ রান তুলতেই ১ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪৩ রানে জেমস আন্ডারসনের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। এছাড়া দিন শেষে অপরাজিত থাকেন ওপেনার ব্রাথওয়েট এবং শাই হোপ।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টেস্ট / দ্বিতীয় দিন
ইংল্যান্ডঃ ২০৪/১০(৬৭.৩) (১ম ইনিংস)
বেন স্টোকস ৪৩(৯৭), জস বাটলার ৩৫(৪৭).
শ্যানন গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪
জেসন হোল্ডার ২০-৬-৪২-৬
ওয়েস্ট ইন্ডিজঃ ৫৭-১(১৯.৩) (প্রথম ইনিংস)
জন ক্যাম্পবেল ২৮(৩৬), ব্রাথওয়েট ২০(৬৫)*
জেমস আন্ডারসন ৮-৪-১৭-১
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ