হোয়াইটওয়াশের লজ্জায় দক্ষিণ আফ্রিকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডারবানে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে অজিরা।

কিংসমিডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯০ রান করে দক্ষিণ আফ্রিকা। ডোনোভান ফেরেইরা ২১ বলে ৪৮, এইডেন মার্করাম ২৩ বলে ৪১ ও রিজা হ্যান্ডরিক্স ৩০ বলে ৪২ রান করেন। অজি বোলার শন অ্যাবোট ৪ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের ঝড়ো গতির ব্যাটিং ১৩ বল  হাতে রেখে ৫ উইকেটে ১৯১ করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হেড ৪৮ বলে ৯১ রান করে। এছাড়া জশ ইংলিস ২২ বলে ৪২ ও মার্কাস স্টোয়নিস অপরাজিত ২১ বলে ৩৭ রান করেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »