হোম কোয়ারেন্টিনে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি

নিউজ ডেস্ক »

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির ভাই স্নেহাশিস গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতির কারণে এবার হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সৌরভের পুরো পরিবারকে।

গেলো মাসেই প্রথমবারের সৌরভের পরিবারে হানা দেয় কোভিড-১৯ তথা করোনা ভাইরাস। প্রথম আক্রান্ত হন সৌরভের ভাইয়ের বউ অর্থাৎ স্নেহাশিসের স্ত্রী। সে যাত্রায় অবশ্য কিছুটা স্বস্থিতে ছিলেন সৌরভ ও তার ভাই স্নেহাশিস।

কেননা সেবার কলকাতার বেহালারা বাড়িতে আক্রমণ করতে পারেনি মরণঘাতি করোনা। তবে এবার আর পার পেলেন না ক্রিকেট অ্যাসোসিয়েশান অব বেঙ্গলের (সিএবি) সেক্রেটারি স্নেহাশিস।

দুই ভাই একই সঙ্গে বাসায় থাকার কারণে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সৌরভের পুরো পরিবারকে।
কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন স্লেহাশিস। হালকা জ্বরের সঙ্গে গলা ব্যথাও ছিলো তাঁর। এরপর পরীক্ষা করে করোনা পজিটিভ হলে তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়।

এদিকে স্নেহাশিসের করোনা আক্রান্ত হওয়ার পর সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও হোম কোয়ারান্টাইনে থাকবেন- এমন সংবাদও প্রকাশ করছে ভারতের মিডিয়াগুলো। কেননা কয়েকদিন আগেই কলকাতা পুলিশের বৈঠকে স্লেহাশিস ও ডালমিয়া একইসঙ্গে বৈঠকে যোগ দেন। এছাড়া দাপ্তরিক বিভিন্ন কাজ একসঙ্গে করেছেন এই দুজন।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »