হোপের ব্যাটে হোয়াইট ওয়াশ আফগানরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ৩-০ ব্যাবধানে ধবল ধোলাই হলো আফগানিস্তান। প্রথম দুটি ওডিআইতে ৭ উইকেট এবং ৪৭ রানে হেরে আগেই সিরিজ খুইয়েছিলো আফগানরা। গতকালকের ম্যাচটি তাই ছিলো হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ।

শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আসগর আফগানের সর্বোচ্চ ৮৫ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংসের পরও কিমো পউল এবং আলজারি জোসেফের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৪৯ রান করতে সক্ষম হয় স্বাগতিক আফগানিস্তান। সর্বোচ্চ ৮৬ রান করেন সাবেক অধিনায়ক আসগর আফগান। ৫০ রান করেন ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং ৫০ রান করে অপরাজিত মাঠ ছাড়েন মোহাম্মদ নাবী। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন কিমো পউল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্পিনার মুজিব উর রহমানের জোড়া আঘাতে ফিরে যান ওপেনার এভিন লুইস এবং শিমরন হেটমায়ার। দলীয় ৪ রানেই ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান ব্রেন্ডন কিং এবং শাই হোপ। দুজনে ৩য় উইকেট জুটিতে তোলেন ৬৪ রান।

দলীয় ৬৮ রানে ব্যাক্তিগত ৩৯ রান করে ব্রেন্ডন কিং আউট হলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ওপেনার শাই হোপ। তৃতীয় এবং চতুর্থ উইকেট জুটিতে নিকোলাস পুরান এবং অধিনায়ক পোলার্ডকে নিয়ে ৫১ এবং ৬১ রানের জুটি গড়েন হোপ৷ দলীয় ১৮২ রানে অধিনায়ক পোলার্ড ফিরে গেলেও রুস্তন চেজকে নিয়ে আবারও ৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শাই হোপ। ৩২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন রুস্তন চেজ। ১৪৫ বলে ১০৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলে অপরাজিত থাকেন হোপ। ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তানঃ ২৪৯/৭(৫০)
আসগর আফগান ৮৬(৮৫), হজরতুল্লাহ জাজাই ৫০(৫৯)।
কিমো পউল ১০-২-৪৪-৩, আলজারি জোসেফ ৯-১-৫৯-২।

ওয়েস্ট ইন্ডিজঃ ২৫৩/৫(৪৮.৪)
শাই হোপ ১০৯(১৪৫), রুস্তন চেজ ৪২(৩২)।
মুজিব উর রহমান ১০-১-৪৯-২, রশিদ খান ১০-০-৪৬-১।

ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
সিরিজঃ ৩-০ ব্যাবধানে সিরিজ জিতে নিলো ওয়েস্টইন্ডিজ।

প্লেয়ার অফ দি ম্যাচঃ শাই হোপ।
প্লেয়ার অফ দি সিরিজঃ রোস্টন চেজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »