নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে সিডনিতে অবস্থান করছেন রোহিত। কিন্তু সেখানে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় আপাতত তিনি হোটেলে অবস্থান করছেন।
২য় ধাপের করোনা প্রকোপ শুরুর অংশ হিসেবে সিডনিতে আবারো করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এর ফলে সিরিজে ৩য় টেষ্ট নিয়ে সংশয় দেখা দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া যদিও এই ব্যাপারে এখনো কিছু জানায়নি।
ভারতীয় ওপেনার রোহিত শর্মা আইপিএলে খেলার সময় ইঞ্জুরিতে পড়ে। আইপিএলে শেষে খেললেও অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে, টি-২০ ও প্রথম দুই টেষ্টের জন্য দলে নেই। তিনি দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে ৩য় টেষ্টের আগে। ফলে তিনি ১৫ ডিসেম্বর সিডনিতে গিয়ে কোয়ারান্টাইন পালন করছেন। তবে সিডনিতে এখন করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি বাইরে কোথাও যাচ্ছেন না। তার জন্য হোটেলে অনুশীলনের ব্যবস্থা করে দেয়া হয়েছে।
এইদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ৩য় সিডনিতে আয়োজন নিয়ে আশাবাদী। তবে এটা সম্ভব না হলে মেলবোর্ন কিনা অ্যাডিলেডে আয়োজন হবে ৩য় টেষ্ট। যদিও এটা নিয়ে এখনো চুড়ান্ত আলোচনা হয়নি।
নিউজক্রিকেট/আরআর