হেসেখেলে খুলনাকে হারালো রাজশাহী রয়্যালস

দুর্জয় দাশ গুপ্ত »

১৪৬ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে লিটন দাস আর আফিফের দৃঢ়তায় সহজ জয় পেয়েছে রাসেল-মালিকদের নিয়ে গড়া রাজশাহী রয়্যালস। ওপেনিং পার্টনারশিপে লিটন আর আফিফ মিলে স্কোরবোর্ডে যোগ করেন প্রায় ৭০ রান৷ ভুল বুঝাবুঝিতে আফিফ রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরলেও এতে কোন প্রভাব ফেলে নি রাজশাহী শিবিরে।

আফিফ ফিরে গেলে উইকেটে আসেন অভিজ্ঞ শোয়েব মালিক। শোয়েব মালিককে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন লিটন। ব্যক্তিগত ৫৮ রান করা লিটন শহিদুলের বলে ক্যাচ দিয়ে আউট হোন। এর পরে বাকি কাজটা সাড়েন রাজশাহী দলপতি আন্দ্রে রাসেল। শেষ দিকে শোয়েব মালিক ফিরে গেলেও জয় তুলে নিতে কোন বেগ পেতে হয়নি রাজশাহীর। ২ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় রাজশাহী রয়্যালস। অধিনায়ক রাসেল ১৯ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের শুরুতেই টসে জিতে ফিল্ডিং এ-র সিদ্ধান্ত নেয় রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। ব্যাট করতে নেমেই প্রথম ওভারে রাসেলের এট্যাকে খুলনার শিবিরে আগুন। এক ওভারেই আসে ২ উইকেট। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। রুশোর সাথে দলের হাল ধরার চেষ্টা করলেন অধিনায়ক৷ কিন্তু কামরুলের এট্যাকে চতুর্থ ওভারেই প্যাভিলিয়নের পথে হাঁটেন।

পরের বলে আবার কামরুলের এট্যাক। এবার শান্তর প্রস্থান কোন রান ছাড়াই। এরপর রুশো-শামসুরের পার্টনারশিপে খুলনা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিন্তু নবম ওভারে আফিফের এট্যাকে রেজার হাতে ক্যাচ দিয়ে রুশো(৩৫) ফিরে গেলে পার্টনারশিপ ভাঙে।৫ উইকেট হারিয়ে যখন খুলনা কিছুটা বিধস্ত, তখন শামসুর আর রবি উইকেটে সেট হওয়া শুরু করলে আশার কিরণ জাগে।

আঠারোতম ওভারে রাসেলের বলে শামসুর আউট হলে পার্টনারশিপ ভেঙে যায়। ওভারের ৫ম বলে আবারো রাসেলের এট্যাকে আরেকটি উইকেট হারিয়ে বসে খুলনা। পরবর্তী ওভারে আবারো খুলনার শিবিরে উইকেট ধস। ৯ উইকেট হারিয়ে খুলনার রানের চাকা গিয়ে থামে ১৪৫রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

রাজশাহী : ১৪৯/৩ (১৮) ; লিটন ৫৮, আফিফ ২২, রাসেল ২৮* ; শহিদুল ১/২৩।

খুলনা টাইগার্স : ১৪৫/৯ (২০)

শামসুর রহমান ৫৫(৪৫),রুশো ৩৫(২৪) ; রাসেল ৪/৩৭।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »