‘হেসন’ ইস্যুতে ভারতের দিকে তাকিয়ে বিসিবি!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আজ (১৪ আগস্ট) বাংলাদেশে সাক্ষাৎকার দেয়ার কথা ছিল মাইক হেসনের। সাবেক কুই কোচ আজকে ঢাকায় আসার কথা থাকলেও আজ তো বতেই চলতি সপ্তাহেই আসছেন না তিনি!

বাংলাদেশের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সেখানে আবেদন জমা পড়ে মাইক হেসনের। শুধু বাংলাদেশের কোচ হতেই আগ্রহ প্রকাশ করেননি তিনি, ভারতেও আবেদন করেছেন। বিশ্বকাপের পর ভারত জাতীয় দলের কোচের পরিবর্তন করতে চায় বোর্ড। সেখানে আবেদনও করেন অনেকেই। সংক্ষিপ্ত তালিকায় যে ছয় জন রয়েছেন সেখানে একজন হলেন মাইক হেসন।

আগামী পরশু (শুক্রবার) ভারতের কোচ হবার জন্য সাক্ষাৎকার দিতে যাচ্ছেন হেসন। আজকে বাংলাদেশে পা রাখার কথা থাকলেও আজকে কিংবা কালকে তো আসছেনই না ১৭ তারিখের আগে তার আসার কোনো সম্ভাবনাই নেই!

এদিকে শেষ পর্যন্ত যদি ভারত তাদের কোচ হিসেবে হেসনকে নিয়োগ দিয়েই ফেলে তাহলে বাংলাদেশের কোচ হবার ক্ষেত্রে এগিয়েই যাবেন রাসেল ডোমিঙ্গো। হেসন আসবেন কিনা সেটার উপরই এখন নির্ভর করছে সাকিব-মাশরাফিদের গুরু কে হচ্ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »