হেরেও ম্যাচ সেরা নাইম শেখ!

রাকিব হাসান খান »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের ( বিপিএল ) চতুর্থ দিনে সপ্তম ম্যাচে মুখামুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রেঞ্জার্স। এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। চট্টগ্রাম তিনটি এবং রংপুর চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আজ।

রংপুর রেঞ্জার্সের ওপেনার মোহাম্মদ শেহজাদ আর মোহাম্মদ নাইম শেখ শুরুতে দেখেশুনে খেলতে শুরু করে। শেহজাদ বেশিক্ষণ ক্রিজে টিকতে না পারলেও এর প্রান্ত ধরে খেলতে থাকে মোহাম্মদ নাইম শেখ। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৭৮ রান করে রুবেলের বলে রানার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন।
তাছাডাও নাবীর ব্যাটে ২১ রান ও শেষের দিকে তাসকিনে ৪ বলে ১১* রানে রংপুরের টোটাল স্কোর দাঁড়ায় ১৫৭/৮।

জবাবে চট্টগ্রামের দুই ওপেনার আভিসকা ফার্নান্ডো আর ওয়ালটন দেখে শুনে খেলতে থাকে। আর চলমান আসরে সবোচ্চ ওপেনিং পার্টনারশীপ গড়েন ৬৮ রানের।দলীয় ৬৮ রানে ফার্নান্ডো আউট হন ব্যক্তিগত ৩৭ রানে। ওয়ালটন আর কিছুক্ষন ব্যাট করে তার ফিফটি রান পূর্ন করেন।শেষে নাবীর বলে রিশাদের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ওয়ালটন।

শেষে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ১৫ রান আর ইমরুল কায়েসের অপরাজিত ৪৪* রানে অপরাজিত থেকে চলমান বিপিএলে নিজেদের ২য় ম্যাচ জয়লাভ করেন চট্টগ্রাম চ্য্যালেঞ্জার্স।

নাইম শেখের দল হারলেও ৫৮ বলে ৭৮ রানের একটি দূরান্ত ইনিংস খেলেন নাইম শেখ। যার ফলে নাইম শেখ ম্যাচ সেরা নির্বাচত হন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »