নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বঙ্গবন্ধু বিপিএল নিয়ে আজ স্পন্সরদের সাথে বৈঠকে বসেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিল। বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি যা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুব আনাম।
ক্রিকেট পাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছিলো এবার নাকি ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না বঙ্গবন্ধু বিপিএলে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুব আনাম। ইতিমধ্যেই অনেক বিদেশিরা ড্রাফটে নাম লিখিয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৪০০ এর মত বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম লেখাতে আগ্রহ প্রকাশ করেছে। ড্রাফটের প্রধান আকর্ষন থাকে বিদেশি ক্রিকেটার সেটা ৩৯০ জন ছাড়িয়ে গেছে যা আমাদের প্রত্যাশারও উপরে।’
এবারের বিপিএলে ভালো মানের ক্রিকেটারের সাথে থাকবে আন্তর্জাতিক মানের বিদেশি কোচও। প্রতিটি দলের হেড কোচের দায়িত্বে থাকবে বিদেশি তারকা কোচরা। মাহবুব আনাম বলেন, ‘প্রতিটি দলের জন্য একজন করে আন্তর্জাতিক মানের বিদেশি কোচ নির্ধারন করবো। অনেকেই কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে তারা নাম ও পাঠিয়েছেন। আমরা এখনই তাদের নাম প্রকাশে ইচ্ছুক নই আর এখন নাম প্রকাশ করলে প্রি সিলেকশনের মত একটা অবস্থা হবে।’