হৃদয়-রিয়াদের ব্যাটে বাংলাদেশের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তাওহীদ হৃদয়।

চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নেমে অভিষিক্ত জনাথন ক্যাম্পবল এর ২৪ বলে ৪৫ ও ব্যানেটের ২৯ বলে ৪৪ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে তাসকিন ১৮ রানে ২ ও রিশাদ ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। সাইফুদ্দিন, শরিফুল ও মাহেদী ১টি করে উইকেট শিকার করেন।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন ও তামিম ৫.৫ ওভারে ৪১ রানের জুটি গড়ে তামিম ১৯ বলে ১৮ ও লিটন ২৫ বলে ২৩ রান করে ফিরেন। শান্ত ১৬ ও জাকির ১৩ রান করে ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন রিয়াদ ও হৃদয়। দুজনে ৫ম উইকেটে ৪৯ রানের জুটি গড়লে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

তাওহীদ ২৫ বলে ৩৭ ও রিয়াদ ১৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট শিকার করেন জঙ্গয়ে।

এ জয়ের ফলে ৫ ম্যাচ টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »