হুমায়ূন আহমেদের যে প্রশ্নের উত্তর দিতে পারেননি সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলা সাহিত্যে অনন্য এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার রচিত ‘ফাউন্টেন পেন’ নামক একটি বই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে উৎসর্গও করেছিলেন। বইটিতে এই সাহিত্যিক সাকিবের কাছে জানতে চেয়েছিলেন ক্রিকেট কেন ১১ জন খেলে? এই সংখ্যাটা ১০ কিংবা ১২ নয় কেন? সেই প্রশ্নের জবাব সাকিব দিতে পারেননি! কেননা হুমায়ূন আহমেদের সাথে যে সাকিবের দেখাই হয়নি কখনও!

বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান পাড়ি জমান আমেরিকায়। সেখানে বাঙালিদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সাকিবকে প্রশ্ন করা হয় হুমায়ূন আহমেদ প্রসঙ্গে। সেখানে সাকিব বলেন, ‘বড় একটি পাওয়া ছিল আমার জন্য এটা (ফাউন্টেন পেন বই)। প্রথমবার জানতে পেরে খুবই খুশি লাগছিল। ওনার সাথে আমার কখনও দেখা বা কথাও হয়নি। তবে আমাকে যে বইটা তিনি উতসর্গ করেছেন সেটা পড়ার সুযোগ পেয়েছি। এটা আনন্দের বিষয় ছিল আমার কাছে। এটা নিয়ে বেশ গর্ববোধ করি আমি।’

হুমায়ূন আহমেদের সাথে দেখা করতে না পারায় কিছুটা আক্ষেপও ঝরলো সাকিবের কণ্ঠে। ‘ওনার সাথে দেখা হলে অনেক ভালো লাগতো। কিন্তু আশাটা পূরণ হলো না। বইটার উতসর্গপত্র ফাউন্টেন পেন দিয়েই লেখেছিলেন তিনি এজন্য এটা আরও বিশেষ কিছু। দেখা হলে ভালো হতো। অনেক কিছুই জানতে পারতাম ওনার কাছ থেকে।’

‘আমাকে ওনি একতা প্রশ্ন করেছিলেন সেটার উত্তর আমি দিতে পারিনি। বইয়ের মধ্যে রয়েছে, ক্রিকেট কেন ১১ জনে খেলে, ১০ কিংবা ১২ জনে কেন খেলে না। এটার উত্তর আমার এক স্যারের কাছে পেয়েছিলাম। যদিও ভুলে গেছি!’– বলেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »