হুমকির মুখে গেইলের ক্যারিয়ার, পেতে পারেন নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এর চুক্তি বাতিল নিয়ে সতীর্থ সারওয়ানকে করা বাজে মন্তব্যের কারণে নিষেধাজ্ঞা বা বড় কোন শাস্তি আসতে পারে ক্রিস গেইলের উপর। এনমটিই ইঙ্গিত দিয়েছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট।

গত কিছুদিন আগে সিপিএল এর দল বদল নিয়ে বেশ বাজে মন্তব্য করেছিলেন ক্রিস গেইল। জ্যামাইকা তালওয়াশের ৩ বছরের চুক্তি বাতিল করে গেইলকে ছেড়ে দেওয়ায় বেশ চটেছেন গেইল। এতে সাবেক সতীর্থ এবং জ্যামাইকা তালওয়াশের সহকারী কোচ রামনারেশ সারওয়ানকে দায়ী করেন গেইল। এক ভিডিও বার্তায় সারওয়ানকে সাপ এবং করোনার থেকেও খারাপ বলে আখ্যায়িত করেন গেইল। আর এতেই আসতে পারে ভয়ংকর শাস্তি। চুক্তিবদ্ধ ক্রিকেটারের এমন আচরণ কখনই সহজভাবে দেখবেননা সিপিএল এর আয়োজক কমিটি।

কোন দলের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় কারও বিরুদ্ধে কটুক্তি করা লীগের আইনবহির্ভূত কাজ৷ এতেই শাস্তির মুখোমুখি হতে পারেন গেইল। রিকি স্কিরিট বলেন,’ যখন কোন খেলোয়াড় বোর্ড বা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিতে থাকে, তখন সেই চুক্তির কারণেই অপবাদ দেয়ার মতো কোন কথা বলতে পারে না। বললে সেটা চুক্তিতেই একটা কালো দাগ বসিয়ে দেয়। আমার মনে হয় গেইলকে কিছু একটার মুখোমুখি হতে হবে। এখন সিপিএল আয়োজকদের সঙ্গে গেইলের আলোচনা চলছে। কারণ গেইল একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে।’

তিনি আরও বলেন,’ দেখুন আমি গেইলের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিচ্ছি না। তার নিজের মাথায়ই হয়তো অনেক চিন্তা ঘুরছে, তাই এভাবে জনসম্মুখে সব বলেছে। তবে আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক। তবে যেহেতু সে একজন চুক্তিবদ্ধ খেলোয়াড়। তাই একটা প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১:০৫ পিএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »