হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি গুজব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যানসারে আক্রান্ত জিম্বাবুয়ে কিংবদন্তি হিথ স্ট্রিক মারা গেছেন এমন খবরে শোকের ছায়া নেমে এসেছিল ক্রিকেট বিশ্বে। কিন্তু কয়েক ঘণ্টা পেরোতেই জানা গেল মারা যাননি তিনি। বেচে আছে। আর বিষয়টি নিশ্চিত করেছেন স্ট্রিক নিজেই।

মঙ্গলবার (২৩ আগস্ট) এক টুইটে আজ জিম্বাবুয়ের সাবেক পেসার ও স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা স্ট্রিকের মৃত্যুর খরর জানিয়েছিলেন। পরে সেই টুইটবার্তা মুছে দিয়ে, স্ট্রিকের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।

ওলোঙ্গার শেয়ার করা চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, স্ট্রিক নিজেই ওলোঙ্গাকে লিখেছেন, ‘আমি ভালোভাবেই জীবিত আছি… রান আউটটি ঘুরিয়ে দাও, বন্ধু।’ জবাবে ওলোঙ্গা লিখেছেন, ‘হা হা, শুনে খুবই খুশি হলাম। ব্যাপারটা খুব দ্রুত ছড়িয়ে গেছে। তুমি একরাতের মধ্যে মারা গিয়েছিল ভাই।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »