হিউজ – একটি রূপকথার অপমৃত্যু!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফিলিপ জোয়েল হিউজ। যে নাম ক্রিকেট ইতিহাসের কঠিন মুহূর্ত স্মরণ করিয়ে দেয়। মুহূর্তেই ভেসে উঠে দুর্বিষহ এক স্মৃতি। জন্ম অস্ট্রেলিয়ার ছোট একটি শহরে। পরিবারের সবচেয়ে আদরের হিউজি। খেলতেন
টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। খুব অল্প বয়সে জাতীয় দলের টেস্টে জায়গা করে নেন। যদিও বা শর্ট বলে দুর্বলতার কারণে বেশিদিন জায়গা পাকাপোক্ত হয়নি জাতীয় দলে।

তরুণ এ-ই প্রতিভা আজ বেঁচে থাকলে হয়তো নামের পাশে যুক্ত হতো অনেক রেকর্ড। কিন্তু নিয়তি হয়তো চেয়েছিলো ভিন্ন কিছু। যার ফলস্বরূপ খুব দ্রুতই নিভে গিয়েছিলো এ-ই তরুণের জীবন প্রদীপ। ক্রিকেট বিশ্ব সেদিন হতবাক হয়েছিলো। এমন একটা মুহূর্তের জন্য প্রস্তুত ছিলোনা কেউ।

সেদিন ছিলো ২০১৪ সালের ২৫ নভেম্বর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় শেফিল্ড শিল্ড ম্যাচে
সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস এর মধ্যকার ম্যাচ চলছিলো। গ্যালারীতে দর্শক, মাঠে বল হাতে শন অ্যাবট, আর ব্যাট হাতে একটা তরুণ ফিলিপ হিউজ। ৬৩রান সংগ্রহ করে তখন স্ট্রাইক প্রান্তে সে।হঠাৎ শন অ্যাবটের একটি বাউন্সারে হুক শট খেলতে গিয়ে ঘটে গেলো দুর্ঘটনা। বল গিয়ে লাগলো হিউজের হেলমেটের ফাঁক এড়িয়ে ঘাড়ে । মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন হিউজ।

মুহূর্তেই চারপাশের পরিবেশ স্তব্ধ, সবাই শঙ্কিত। এক মুহূর্তে মনে হচ্ছিলো হয়তোবা উঠে দাঁড়াবেন, কিন্তু নাহ আর উঠলেন নাহ হিউজ। প্রাথমিক চিকিৎসা দিয়ে যখন হিউজকে জাগানো যাচ্ছিল না তখন নিয়ে যাওয়া হয় সিডনি ভিন্সেন্ট হাসপাতালে। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সতীর্থরা, পরিবার-পরিজন,টিম ম্যানেজমেন্ট সবাই ছুটেন হাসপাতালে। টানা ২দিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর ৬৩* রানে অপরাজিত থেকে না ফেরার দেশে হারিয়ে গেলেন হিউজ। আজীবন নট আউট হয়ে গেঁথে রইলেন সকল ক্রিকেটপ্রেমীদের অন্তরে। বিশ্ববাসী স্তব্ধ, পুরো অজি ক্রিকেট মহল স্তব্ধ, পরিবারের সবাই শোকে বিহ্বল। “পিতার কাঁধে সন্তানের লাশ” – পৃথিবীর সবচেয়ে কঠিনতম দৃশ্য সেদিন ক্রিড়াবিশ্ব দেখেছিলো। ক্রিড়াঙ্গনে সেদিন নেমে আসে শোকের ছায়া। সতীর্থকে হারিয়ে অজি ক্রিকেটারদের মনের অবস্থা তখন কালো মেঘের ছায়ায় আচ্ছন্ন।

শন অ্যাবট সেই শক থেকে বের হতে পারেননি বহুদিন। আজও সেদিন শোকাতুর হয় পুরো ক্রীড়াঙ্গন। স্মৃতিতে ভাসে অপরাজিতভাবে স্ট্রাইকে খেলতে থাকা হিউজের ছবি। হিউজ তুমি আজীবন রবে সকল ক্রিড়াপ্রেমীদের অন্তরে। আজীবন অপরাজিত হয়ে রবে। আজীবন ক্রীড়াঙ্গন তোমায় অনুভব করবে হৃদয়ের গভীর থেকে। ভালো থেকো হিউজি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »