https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডুর হাতে তুলে দেয়া হয়েছে ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট বিজয় হাজারি ট্রফির রাজ্য দল হায়দ্রাবাদের ভার। বিজয় হাজারি ট্রফির টুর্নামেন্টে হায়দ্রাবাদের অধিনায়ক করা হয়েছে আম্বাতি রাইডুকে।
গত বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে আলোচিত নাম ছিল আম্বাতি রাইডু। মিডল অর্ডার এই ব্যাটসম্যান বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়ার মত সব রকম যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলেছেন বেশ কয়েক বছর।
গত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ডাক না পেলে তিনি জানান সব ধরণের ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন তিনি। সেটা অবশ্য ধোপে টিকেনি। কিছুদিন আগে আবারও ক্রিকেটে ফিরেন তিনি। ঘরোয়া ক্রিকেট তো বটেই জাতীয় দলের হয়েও খেলার ইচ্ছা পোষণ করেন রাইডু। যার ধারাবাহিকতায় আবারও ঘরোয়া ক্রিকেটে হায়দ্রাবাদের অধিনায়ক করা হয়েছে এই ব্যাটসম্যানকে।