সাজিদা জেসমিন »
লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমি- অনেক তারুণ্য দীপ্ত সম্ভাবনাময় তরুণদের নিয়ে গঠিত এ-ই একাডেমি থেকে অনেকেই উঠে এসেছেন অনুর্ধ্ব দলগুলোতে। সবশেষ হাসান মাহমুদ জাতীয় দলে নিজের নাম লিখিয়ে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন নিজের জেলাকে।
এবার হাসান মাহমুদের পর বিসিএলে সুযোগ পেয়েছেন লক্ষ্মীপুরের আরেক তরুণ নোমান চৌধুরী সাগর। ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএলে ইসলামী ব্যাংক ইষ্ট জোনের হয়ে অংশ নিবেন সাগর। গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) গণমাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমী কোচ মনির হোসেন।
সাগরের জন্ম লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে। তার ধরণ ডান হাতি ফাস্ট বোলার। খেলাধুলার পাশাপাশি বর্তমানে সে বিকেএসপিতে অধ্যয়নরত। অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট লীগ প্রতিযোগিতা – ২০১৯ এ সে পেয়েছিলো সেরা বোলারের কৃতিত্ব । এর পূর্বে খেলেছেন লক্ষ্মীপুর অনূর্ধ্ব-১৪,১৬,১৮ ক্রিকেট দলে।
নোমানের গুরু লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমীর কোচ মনির হোসেন বলেন- ‘কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক সাফল্যের কারণে আজকে তার এই প্রাপ্তি। তবে তিনি আশান্বিত যে এ ধারা বজায় রাখলে সাগরও ভবিষ্যতে হাসানের মতো জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ পাবে।’
বলা বাহুল্য, গত শুক্রবার বিসিএলের অষ্টম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরের প্রথম দিকেই ইসলামী ব্যাংক ইষ্ট জোনে যোগ দিয়েছে জাতীয় দলের ক্রিকেটার লক্ষ্মীপুরের হাসান মাহমুদ। আর এদিকে এক ম্যাচ পরেই একই দলে ডাক পেয়েছেন একই জেলার আরেক খেলোয়াড় নোমান চৌধুরী সাগর।