নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।মধ্যাহ্ন বিরতির আগ অব্দি প্রায় ৪০ মিনিট ধারাভাষ্য দিয়েছেন তিনি।ধারাভাষ্য কক্ষে হঠাৎ প্রচন্ড বুকের ব্যথা অনুভব হওয়ায়, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
ক্রিকইনফোর একটি সুত্রে জানা যায়, প্রচন্ড বুকের ব্যথা উঠায়, বন্ধু জাস্টিন ল্যাঙ্গারকে সাথে নিয়ে হাসপাতালে চলে যান পন্টিং।হাসপাতালে নিয়ে যাওয়ার পর পন্টিংয়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সমন্ধে এখনো কিছুই নিশ্চিত ভাবে বলেনি তার পরিবার।
হাসপাতালে যাওয়ার পর কিছুটা ভাল অনুভব করছেন বলে সতীর্থদের জানিয়েছেন পন্টিং নিজে।তবে মেডিকেল রিপোর্ট সমন্ধে কোন ধারনা দেননি তিনি।দিনের বাকী খেলায় আর মাঠে ফেরত আসেননি তিনি।