হাসপাতালের প্রবেশমুখে মাশরাফির জীবাণুনাশক কক্ষ স্থাপন!

সাকিব শাওন »

করোনা ভাইরাস মোকাবেলার জন্য একের পর এক কার্যকারী সব উদ্যোগ গ্রহণ করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এবার তারই ধারাবাহিকতাই মাশরাফির নেতৃত্বে নড়াইল সদর হাসপাতালে ঢোকার পথে তৈরী করা হয়েছে একটি জীবাণুনাশক কক্ষ।

হাসপাতালে যখনই কেউ প্রবেশ করবে বা বের হবে তখনই এই চেম্বারে নিজের বহিরাবরণ জীবাণুমুক্ত করতে পারবে। শুধু নড়াইল সদর হাসপাতাল পর্যন্তই এ কার্যক্রম থেমে থাকবে না, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা পুলিশের দপ্তরেও এ কার্যক্রম স্থাপন হবে। মাশরাফির নির্দেশে এই কার্যক্রমের দেখাশোনায় রয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

এর আগে মাশরাফি তার ফাউন্ডেশনের মাধ্যমে রোগীদের বাড়ি বাড়ি চিকিৎসক পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। এছাড়া নিজ এলাকায় ডাক্তারদের জন্য ৫০০ টি পিপিই প্রদান করেছেন, সাথে ১২০০ হত-দরিদ্র পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে সহয়তা করেছেন, এবং করোনা ভাইরাসের চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে একটি এ্যাম্বুলেন্সও প্রদান করেছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »