হাল ধরবে কে?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টে সাগরিকায় চালকের আসনে নয়া টেস্ট দল আফগানিস্তান। টসে জয় লাভ করে আফগান ব্যাটসম্যানদের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে সফরকারীদের স্কোর থামে ৩৪২ রানে।ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ ;রশিদ-নবিদের স্পিন ঘূর্ণিতে স্বাগতিকদের স্কোর থামে ২০৫ রানে।তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আফগান ব্যাটসম্যানদের আবারো দায়িত্বশীল ব্যাটিং, তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৭৪ রানের লিড সফরকারীদের।

টেস্টে নতুন দল আফগানিস্তানের সাথে হারের লজ্জা এড়াতে অতিদানবীয় কিছু করতে হবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।বিশ্বকাপের দূরন্ত পারফরম্যান্সে আস্থা,ভরশার প্রতীক হতে পারেন পোস্টার বয় সাকিব আল হাসান।সাকিবের উৎসাহ কিংবা অনুপ্রেরণা হতে পারেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ কিংবা বেন স্টোকস।অ্যাশেজ সিরিজে টপ অর্ডারে একাই লড়াই করছেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ;খেলেছেন ৩১৯ বলে ২১১ রানের এক অনবদ্য ইনিংস।সাকিবের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচ জয়ের নায়ক বেন স্টোকস।একের পর এক উইকেট পতনের পরও স্টোকস খেলেছেন ১৩৫ রানের ইনিংস, শেষ ব্যাটসম্যান লিচকে নিয়ে স্টোকস করেছেন ৭৩ রানের পার্টনারশিপ;এনে দিয়েছেন অপ্রত্যাশিত ম্যাচ জয়।

কে ধরবেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের হাল… সাকিব/মুশফিক না অন্য কেউ…নাকি গ্রহন করতে হবে আফগানদের বিপক্ষে লজ্জার হার!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »