হার মানতে পারছেন না কোহলি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে ভারতের। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি কিউইদের মাঝারী রানের মধ্যে বেধে ফেললেও সেটা শেষ পর্যন্ত টপকাতে ব্যর্থ হয় ভারত। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার তাই থেমে গেল সেমি ফাইনালেই।

ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি জানান এই ফলাফল তিনি মেনে নিতে পারছেন না। কোহলির ভাষ্য, ‘ম্যাচের প্রথম অর্ধে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আমাদের প্রয়োজনমতই এগোচ্ছিলাম। নিউজিল্যান্ডকে যে রানে আটকে দিয়েছিলাম তা যেকোনো উইকেটেই তাড়া করা সম্ভব। তবে বল হাতে তাদের প্রথম এক ঘণ্টায় ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’

নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতেও ভুলেননি কোহলি। ‘গতকালের পারফরম্যান্স নিয়ে আমরা গর্ব করেছিলাম। সকালের দিকেও মোমেন্টাম আমাদের পক্ষেই ছিল। নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো বল করেছে।’

‘পুরো টুর্নামেন্টে ভালো করে মাত্র ৪৫ মিনিটের পারফরম্যান্সের কারণে আসর থেকে ছিটকে যাওয়াতে খারাপ তো লাগবেই। এটা বেশ কঠিন। তবে তারা যোগ্য দল হিসেবেই জিতেছে। আমাদের চাপে রেখে তারা সাহসী ক্রিকেটটাই খেলেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »