হার্শার বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি বিশ্বকাপের পর্দা নামছে আজ। এরই মধ্যে বিশ্বকাপ সেরা একাদশ বাছাই করেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তাঁর ঘোষিত একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান।

বিশ্বকাপে ব্যাট-বল-ফিল্ডিংয়ে দারুণ ছন্দে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেদের খেলা ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১টি উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যার পরণায় নিজের ঘোষিত একাদশে সাকিবকে দলে রাখতে ভুল করেননি হার্শা ভোগলে।

তাঁর ঘোষিত একাদশে ভারতীয় ক্রিকেটার রয়েছেন দু’জন, ফাইনালিষ্ট স্বাগতিক ইংল্যান্ডের চারজন, অস্ট্রেলিয়ার দু’জন, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আরেক ফাইনালিষ্ট নিউজিল্যান্ডের রয়েছে একজন করে ক্রিকেটার।

ঘোষিত একাদশে জায়গা হয়নি বিশ্বকাপে খেলা পাকিস্তান, শ্রীলঙ্কা, উইন্ডিজ ও আফগানিস্তানের কোন ক্রিকেটারের।

হার্শা ভোগলের বিশ্বকাপ সেরা একাদশ: রোহিত শর্মা, জেসন রয়, জো রুট, কেন উইলয়ামসন, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, জফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, ইমরান তাহির।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »