হারানো পদ ফিরে পেতে চান স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেকেই স্টোকসকে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে ধরে নিয়েছিলেন। স্টোকসও হাঁটছিলেন সে পথেই। পেয়েছিলেন দলের সহ-অধিনায়কের দায়িত্ব। তবে একটি বিতর্কে জড়িয়ে হারিয়েছেন এই পদ। প্রবল এক ঝড়ে যেন জীবনই লন্ডভন্ড হয়ে গিয়েছিলো ইংলিশ এই অলরাউন্ডারের। কিন্তু স্টোকস ফিরেছেন বীরের মত। আর এজন্য স্টোকস নিজেই সহ-অধিনায়কত্ব ফিরে পাবার জন্য কথা বলছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে। শোনা যাচ্ছে দলের সেরা এই অলরাউন্ডারকে আবারো দায়িত্ব দিতে ইচ্ছুক বোর্ডও।

২০১৭ সালে সমকামী এক দম্পতিকে রাস্তায় উত্যক্ত করায় তার প্রতিবাদ করতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন স্টোকস আর আরেক ইংলিশ ব্যাটসম্যান হেলস। আর মারামারিতে জড়িয়ে যাওয়াকে ভালো চোখে দেখে নি ইংল্যান্ডের পুলিশ। যার ফলে স্টোকস আর হেলস দুজনকেই আইনের আওতায় আনা হয় এবং শাস্তিও পেতে হয় দুজনকে। কিন্তু আইনের মারপ্যাঁচ থেকে একটা সময় ছাড়া পেলেও ইসিবি দুজনকেই নিষিদ্ধ করে লম্বা সময়ের জন্য।

এসবই এখন অতীত। আর এমন অতীত থেকে শিক্ষা নিয়ে বরং নিজেকে আরো প্রতিশ্রুতিশীল এক ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন স্টোকস। এজন্যই তো স্টোকস এখন ইংল্যান্ড ক্রিকেটের মহানায়ক। তার হাত ধরেই এসেছে প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা, দিন কয়েক আগেই অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়েছেন অ্যাশেজে। এত কিছুর পরে হারানো পদ দাবি করতেই পারেন স্টোকস। তার এই দাবিকে সুদৃষ্টিতে দেখছে বোর্ডও।

ইসিবি পরিচালক অ্যাশলে জাইলস বলেন, “স্টোকস অসাধারণ একজন ক্রিকেটার। ভুল থেকে শিক্ষা নিয়ে কি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা তার থেকে এটাই আশা করেছিলাম। স্টোকস বেশ কিছুদিন ধরেই আমাদের বলছে তার পুরনো পদ ফিরে পেতে চায়। এত করে যখন কেউ অনুরোধ করবে তখন বুঝতেই হবে এই পদটার সঠিক মূল্য বুঝতে শিখেছে। এই পদটার জন্য স্টোকস মরিয়া হয়ে আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »