হারানো আসন ফিরে পেলেন সাকিব

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

কিছুদিন আগে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের কাছে সেরা অলরাউন্ডারের খেতাব হারিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে আবারও সেরা অলরাউন্ডারের মুকুট ফিরে পেয়েছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ দল হেরেছে বিশাল ব্যবধানে। দল হিসেবেও আফগানরা বাংলাদেশ থেকে মাত্র ৬ রেটিং পয়েন্ট পিছিয়ে আছে। এই জয়ে অবশ্য র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিতে দেখা গেছে আফগান ক্রিকেটারদের।

টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যান হিসেবে ৪৭ ধাপ এগিয়েছেন আজগর আফগান। তার অবস্থান এখন ৬৩ নম্বরে। অন্যদিকে আরেক আফগান ব্যাটসম্যান রহমত শাহ এক লাফে এগিয়েছেন ২৮ ধাপ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান এখন ৬৫ নম্বরে।

এদিকে বোলার হিসেবে টেস্টে সাকিবের উন্নতি হয়েছে এক ধাপ। সাকিবের অবস্থান এখন ২১ নম্বরে। আর সাকিবের পরে ২২ নম্বরে রয়েছেন আরেক বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলাম। আরেক তরুণ স্পিনার নাইম হাসান ২১ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের ৬৬ নম্বরে অবস্থান করছেন।

এছাড়া চট্টগ্রাম টেস্টে জয়ের নায়ক রশিদ খান বল হাতে এগিয়েছেন ৩২ ধাপ। ৪৫৯ রেটিং পয়েন্ট নিয়ে রশিদের অবস্থান এখন ৩৭ নম্বরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »