স্টাফ রিপোর্টার »
২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলেও ২০১৭ সালে হুট করেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়ে দেশে চলে যান কোচ হাথুরুসিংহে। হুট করে একটি দলের দায়িত্ব ছেড়ে দেওয়া সেই হাথুরুসিংহেকে তিন ফরম্যাটের জন্য প্রধান কোচের দায়িত্ব দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে।
পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের সবচেয়ে সফল কোচ হলেও তার এবারের ফেরাটা ভালো চোখে দেখছেন না অনেকেই। তাদের মতে যে লোক হুট করে দায়িত্ব ছেড়ে দেশে চলে যায়, তাকে কেন আবার পূর্ণ ক্ষমতা দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে।
এই বিষয়ে কথা বলতে যেয়ে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব পালন করা কোচ সালাউদ্দিন বলেন, ‘আমার কাছে মনে হয় যেভাবে আমরা হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে মনে জাদুর কাঠি আছে। কারণ তা না হলে তো মনে হয় না কেউ একজন হঠাৎ করে দেশে চলে গেছে, তাকে আমরা জোড় করে নিয়ে আসতেছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে হুট করে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিয়ে তিন বছরের জন্য নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিলেও ১৮ মাস হওয়ার আগেই তাকে বরখাস্ত করে লংকান ক্রিকেট বোর্ড। বাংলাদেশে হাথুরুসিংহের ফেরার খবর খোদ বোর্ড প্রেসিডেন্ট নিজেই দিয়েছেন। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশে দেখা যেতে পারে।