নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের। দুই ম্যাচেই বড় সংগ্রহ করেও জয় পায়নি বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন বাংলাদেশ দলে হাথুরু সিংয়ের মতো একজন আক্রমণাত্মক কোচের অভাব রয়েছে।
বাংলাদেশের বর্তমান কোচিং প্যানেলে যারা আছেন তারা ভালো কোচ হলেও খুব বেশি আক্রমণাত্মক নন বলে মন্তব্য করেছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন,”সাপোর্ট স্টাফ যারা আছে তারা খুবই ডেডিকেটেড। আপনি যেটা বললেন হয়তো তাদের কোচিং করানোর ধরন আলাদা। কেউ একটু আক্রমণাত্বক হয়, কেউ আক্রমণাত্বক হয় না। হাতুরার (হাতুরুসিংহে) কোচিংটা ছিল একটু আক্রমণাত্বক, যেটা আমাদের দরকার।”
বর্তমান কোচরা ক্রিকেটারদের কাছ থেকে আক্রমণাত্মক ক্রিকেট বের করে আনতে পারছেন না বলেও ধারণা জালাল ইউনুসের।
তিনি বলেন,”আমাদের যে সাপোর্ট স্টাফ, প্রধান কোচ, ব্যাটিং কোচ সে খুবই জ্ঞানী কোচ কিন্তু সে তেমন আক্রমণাত্বক না। যেটা আমরা চাই। আক্রমণাত্বক হলে আমাদের খেলোয়াড়দের যেন সেভাবে অনুপ্রেরণা দিতে পারে। তোমাকে মাঠের মাঝে আক্রমণাত্বক থাকতে হবে। খেলাটাকে ওইভাবে নিতে হবে। সেইদিক থেকে মনে হয় সে তেমন আক্রমণাত্বক না। এখানেই হয়তো পার্থক্যটা।”
কোচিং স্টাফরা জিম্বাবুয়ে সিরিজ থেকে ফিরলে এই ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। ক্রিকেটাররা ধীরগতিতে খেললে তাদের সাথে আলোচনা করা হবে।
জালাল ইউনুস বলেন,”প্রভাব না ফলাফল তো আমরা আগেও দেখেছি, আগেও হেরেছি। এভাবেই হয়ে আসছে। এখানে ওইধরনের একজন দরকার যে ট্রান্সফর্ম করবে। কেউ যদি ধীরগতির খেলি এটাকে ট্রান্সফর্ম করে আক্রমণাত্বক ক্রিকেট খেলতে পারে। টি-টোয়েন্টি সংস্করণে যেভাবে খেলা হয়ে থাকে। আমরা ওইভাবে চাই। এজন্য সাপোর্ট স্টাফরা আসুক আমরা তাদের নিয়ে বসতে চাই। বিষয়টি আসলে কি।”