নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, বিপিএল দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন তিনি।
আজ এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ও বর্তমান সংসদের ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
শাহবাগ টেনিস কমপ্লেক্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেছেন, তিনি এখনো হাথুরুর সাক্ষাৎকারটা পড়ে দেখেননি। হাথুরু নিয়মের বাইরে গেছেন কি না, তা নিশ্চিত হয়ে তাঁকে শোকজ করার সম্ভাবনার কথাও বলেছেন পাপন।
বিসিবির চুক্তিবদ্ধ কর্মী হয়েও তিনি এমন কিছু বলতে পারেন কি না, তা খুঁজে দেখার কথা বলেছেন বোর্ড প্রধান, ‘একজন বিদেশি কোচ, আমাদের ক্রিকেট বোর্ডের কর্মী। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি চাকরি করি বিসিবিতে, আবার বিদেশি কোচ। তখন বলছি যে, বিপিএলের এত বাজে অবস্থা, টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তাঁর আচরণবিধি বা নীতির মধ্যে পড়ে কি না…।’