https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
২০১৪ সালে মিরপুরে ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিলো তাইজুল ইসলামের। শেষ ওয়ানডে খেলেছেন মিরপুরে ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে।
ওয়ানডে অভিষেকটা দারুণ শুরু করেছিলেন তাইজুল ইসলাম। ওয়ানডে অভিষেকে প্রথম বাংলাদেশী বোলার হিসাবে হ্যাটট্রিক করেছিলেন তাইজুল ইসলাম। মোট ৪ টি ওয়ানডেতে দেশের হয়ে খেলার সুযোগ হয়েছে তার। ৪ ম্যাচে ৪ ইনিংসে মাএ ৫ টি উইকেট শিকার করেছেন তাইজুল, যার সেরা বোলিং ফিগার ১১ রান বেস্টে ৪ উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। মূলত ওয়ানডেতে সাকিব আল হাসানের জন্যই দলে সুযোগ হয়না তাইজুলের। কারন বাংলাদেশ ক্রিকেট দলে ২ জন বাহাঁতি স্পিনার এক ম্যাচে কখনই খেলাবেন না।
ঠিক আজ ১০৩০ দিন পর ওয়ানডেতে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে এই বাঁহাতি স্পিনার। বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ তাইজুল ইসলামের।
-মিসবাহ উল হক ফিরোজ