নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অংশগ্রহণ করবে ৮টি দল। এই আসরে ভারতের অংশগ্রহণ নিয়ে আছে অনেক জল্পনা। বলা হচ্ছে, ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানে না খেলে বরং অন্য কোথায় খেলবে। অর্থাৎ আসর হবে হাইব্রিড মডেলে। তবে সেই দাবি অস্বীকার করছে পাকিস্তান। বোর্ডের সূত্র জানিয়েছে, হাইব্রিড মডেলে হচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি।
সম্প্রতি ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তানে পা রাখবে না ভারত। বিপরীতে পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচগুলো খেলবে ভারত। অর্থাৎ সবশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে আসর করতে হবে পাকিস্তানকে।
ভারতীয় মিডিয়ার সেই দাবিকে অস্বীকার করছে পাকিস্তান। পিসিবি সূত্র বলছে, ‘কোন হাইব্রিড মডেলকে বিবেচনা করা হচ্ছে না।
এদিকে আগামী ১০-১২ নভেম্বর লাহোরে আইসিসির একটি প্রতিনিধিদল টুর্নামেন্টের জন্য পাকিস্তানের প্রস্তুতি মূল্যায়ন করতে যাবে। এরপর সব ঠিক থাকলে আগামী ১১ নভেম্বর চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি নির্ধারণ করা হতে পারে।