নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালে হয়ে খেলতে আসেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। কথা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত খেলবেন বরিশালের হয়ে। ঢাকা পর্ব শেষ করে ব্যক্তিগত কাজে দুবাই যান শোয়েব। কথা ছিল দুবাই থেকে ফিরে সিলেট পর্বে যোগ দেবেন দলের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরবেন না শোয়েব মালিক। এবারের বিপিএলে আর খেলবে না এই পাকিস্তান অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফরচুন বরিশালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’জানা গেছে, শোয়েব মালিকের পরিবর্তে বরিশাল দলে ভেড়াতে যাচ্ছে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে।
ফরচুন বরিশালের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ১৭ রান করেন শোয়েব। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ বলে অপরাজিত ৫ রান করেন। আর কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে করেন ৬ বলে ৭ রান। বল হাতে নিয়েছেন মাত্র ১ উইকেট।
নিউজক্রিকেট২৪/আরএ