https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ক্রিকেটে কত রকম ঘটনাই ঘটে থাকে। কখনও ম্যাচে নাটকিয়তা কখনও আবার মাঠের বাইরের কাণ্ড। মাঠের ভেতরে ক্রিকেটারদের হাস্যরসাত্মক ক্কাজেরও নেই কোনো অন্ত। এবার আরও একতি মজার ঘটনা ঘটলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ম্যাচের ঠিক আগ মুহূর্তে ড্রেসিং রুম থেকে উধাও হয়ে গেলেন সুনিল নারিন! নাহ, তাকে কেউ গুম কিংবা অপহরন করেনি। প্রকৃতির ডাকেই সাড়া দিতে গিয়েছিলেন তিনি।
ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় ম্যাচে। সাধারণত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নারিন মাঠে নামলেও সেদিন প্রকৃতির ডাকে সাড়া দিতে ছিলেন টয়লেটে। তবে ম্যাচের সময় হয়ে আসায় তাকে ছাড়াই মাঠে নামে দল।
নারিনের অনুপস্থিতিতে বিপাকে পরে নাইটরা। ফলে তার বদলে ওপেনিং করতে নামেন টিওন ওয়েবস্টার। নারিন অবশ্য ব্যাট হাতে নেমেছিলেন তিন নম্বর পজিশনে। তিনে নেমে ২২ বলে ৪৬ রানের এক দুর্দান্ত ইনিংসও উপহার দেন তার দলকে।