সড়ক দুর্ঘটনায় সন্তান সহ নিহত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ’ এমন লেখা হয়তো চলতে পথে অনেকেই দেখে থাকেন বিভিন্ন গাড়ির পেছনে। সড়ক দুর্ঘটনার মত এমন মর্মান্তিক ঘটনা কারো কাছেই কাম্য নয় কখনোই। তবে ভাগ্যের হেরফেরে এর শিকার হয়ে থাকেন অনেকেই। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার প্রাণ গেল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটারের।

এলরিসা থিউনিসেন নামের এই নারী অলরাউন্ডার গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর এই শোকের মাত্রা আরও দ্বিগুণ করে দিয়েছে তার সন্তানের মৃত্যুতে। মাত্র ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের সন্তান সহ মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এদিকে শোকের ছায়া স্পর্শ করেছে আইসিসিকেও আইসিসির পক্ষ থেকেও শোক বার্তা দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে এই নারী ক্রিকেটার তিনটি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং একাদশের হয়ে বাংলাদেশ নারী দলের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন থিউনিসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »