এ কে শাহেদ »
আর মাএ কয়েকটি দিন বাকী, তার পর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সূচি অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান ও ১১ ডিসেম্বর বল মাঠে গড়ানোর কথা রয়েছে। ইতিমধ্যে অংশগ্রহণকারী সাতটি দল শিরোপা জয়ের লক্ষ্য তাদের পরিকল্পনা বুনছে। সে পরিকল্পনার অংশ হিসেবে স্হানীয় খেলোয়াড়রা বেশি কার্যকরী হবে বলে আশাবাদী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন।
নগর বন্দরী দলটি তাদেন প্রধান কোচ হিসেবে ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান পল নিক্সন’কে নিযুক্ত করেছে। তাই প্রথম বারের মতো বিপিএলে কোচিং করাতে দেখা যাবে এ ইংলিশকে। ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়ে, দলের লক্ষ্যের কথা জানান।
তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের থেকে স্হানীয় ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারবে। তারা তাদের আবহাওয়া, মাঠ ও উইকেট সম্পর্কে অবগত আছে। তারাই বেশির ভাগ দলকে জেতাতে সাহায্য করবে। বিদেশিরা মানিয়ে নিতে তাদের সময় লাগবে, যা স্হানীয়রা আগে থেকে পারবে।’
অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে ছয়টিতেই বিদেশি কোচ দেখা যাবে। ঢাকা প্লাটুনের হয়ে কাজ করবেন একমাএ দেশি কোচ সালাউদ্দিন। যিনি বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের প্রধান কোচ ছিলেন।