স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ভারত

সাজিদা জেসমিন »

ওয়েলিংটনে চতুর্থ টি-২০ ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারত শাস্তি পেয়েছে। সময় ভাতা বিবোচনার পরও লক্ষ্যমাত্রার চেয়ে ২ওভার কম পাওয়া গেছে ভিরাটের দলে।

যদিও বা নিউজিল্যান্ড যথেষ্ট চাপ সামলে টার্গেটের দিকে এগুচ্ছিলো। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ সুপার ওভারে গড়ায়। আর সুপার ওভারে জয় পায় ভারত।

মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন এবং শন হেইগ এবং তৃতীয় আম্পায়ার অ্যাশলে মেহরোত্রা এই অভিযোগের সমীকরণ করেছিলেন, যা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দ্বারা অনুমোদন করা হয়েছিল।

এরপরে, ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৪০% জরিমানা করা হয়েছে। যার মধ্যে ২০ % ওভার প্রতি আইসিসির কোড অব কনডাক্টের আর্টিকেল ২.২২ ভঙ্গ করার কারণে। ক্যাপ্টেন ভিরাট কোহলি অনুমোদন মেনে নেওয়ায় আর নতুন করে শুনানীর প্রয়োজন হয়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »