ক্রীড়া প্রতিবেদক »
স্টিভ স্মিথ এবং মারনাস লাবুশেনের জোড়া দ্বি-শতকে অস্ট্রেলিয়ার পার্থে ওয়েস্ট ইন্ডিজের বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার গতকাল থেকে (বুধবার) শুরু হওয়া টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে রান পাহাড়ে চড়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার করা ৫৯৮ রানের জবাবে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
লাবুশেন পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বি-শতক। ৩৫০ বলে ২০ চার এবং ১ছক্কায় ২০৪ রানের জাদুকরী ইনিংস খেলেন তিনি। অপরদিকে লাবুশেনের বিদায়ের পর ট্রাবিস হেডের সাথে ১৯৬ রানের চমৎকার জুটি গড়ে সাবলিলভাবে নিজের ক্যারিয়ারের চতুর্থ দ্বিশতক তুলে নেন স্টিভ স্মিথ। ৩১১ বলে ২০০ রান করে অপরাজিত ছিলেন স্মিথ। ৯৯ রানে হেড আউট হয়ে গেলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
এর আগে লাবুশেনকে সাথে গতকাল দিন শেষ করা স্মিথ গড়েন ২৫১ রানের মহাকাব্যিক জুটি। দীর্ঘ এক দশক পর ক্রিকেট বিশ্ব দেখল একই ইনিংসে জোড়া দ্বিশক। এর আগে সর্বশেষ ২০১২ সালে এই কীর্তি দেখেছিল ক্রিকেট বিশ্ব।
স্কোরকার্ডঃ-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস – ৫৯৮/৪ ডিক্লেয়ার ( ১৫২.৪ ওভার)
(লাবুশেন ২০৪, স্মিথ ২০০, হেড ৯৯, ক্রেইগ ব্রাথওয়েট ২/৬৫)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস – ৭৪/০ (২৫ ওভার)
(চন্দরপলে ৪৭, ব্রাথওয়েট ১৮)