https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
এক বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট থেকে বহু দূরে নিয়ে গেছে স্টিভেন স্মিথকে। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে স্মিথ ঠিকই ফিরেছে কিন্তু সেই কলঙ্কের দাগ তো আর মুছে ফেলা যায় না।
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে মর্যাদার লড়াই অ্যাশেজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইটা শুধু মাঠেই হয় না, হয়ে থাকে মাঠের বাইরেও। ইংল্যান্ড তো আর সহজে চেরে দেয়ার পাত্র নয়! ইংলিশ ভক্ত তেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা কেউই বাদ দিচ্ছেন না স্মিথের সমালোচনা। এবার সেই তালিকায় যুক্ত হলেন মন্টি প্যানেসার।
সম্প্রতি এলিস্টার কুক তার আত্মজীবনীতে অজিদের বল টেম্পারিং কাণ্ড নিয়ে বোমা ফাটানোর পর এবার প্যানেসার স্মিথকে ঠকবাজ বললেন। প্যানেসার বলেন, ‘গ্রেটদের কাতারে কখনোই স্মিথকে রাখা উচিত হবে না। কেননা তিনি একটা ঠকবাজ!’
মাঠের বাইরে স্মিথকে নিয়ে যত সমালোচনাই হোক না কেন ব্যাট হাতে কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করেই যাচ্ছেন তিনি।