নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্মার্ট ব্যাট এসেছে আগেই ক্রিকেটের মাঠে। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার পরীক্ষামূলকভাবে এই ব্যাট ব্যবহারও করেছেন। কিন্তু এবার মাইক্রোচিপ সম্বলিত স্মার্ট বল আসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান কুকাবুরার হাত ধরে।
প্রযুক্তির ছোঁয়ায় নতুন নতুন আবিষ্কার দেখছে বিশ্ববাসী। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটও প্রযুক্তি নির্ভর। একদম সম্প্রচার থেকে শুরু করে আউটের সিদ্ধান্ত, রান গণনা সবই হয়ে থাকে প্রযুক্তির ব্যবহারে। এবার প্রযুক্তির ব্যবহার আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বিউটিফুল গেইম অব ক্রিকেটকে।
মাইক্রোচিপ সম্বলিত এই বলের সাহায্যে বলের গতির তাৎক্ষণিক পরিসংখ্যান দেখা যাবে। বল ডেলিভারির সাথে সাথে হাতে ব্যবহৃত স্মার্ট ঘড়িতে উঠে যাবে বলের গতি। এছাড়াও এর সাহায্যে বল ছাড়ার সময়ের গতি, বাউন্স করার আগের গতি এবং বাউন্স করার পরের গতি জানা যাবে।
এছাড়া ডিআরএসের ক্ষেত্রে এই স্মার্ট বল যেন স্মার্ট বলের নিখুঁত ভূমিকা পালন করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে কুকাবুরা। তাদের মতে এই স্মার্ট বল কট বিহাইন্ড বা এলবিডব্লিউর ক্ষেত্রে বল ব্যাটে লেগেছে কি না এমন সিদ্ধান্ত দিতে পারবে। মাঠে সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও নিখুঁত সিদ্ধান্ত দিতে পারবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে এই স্মার্ট বলের পরীক্ষামূলক ব্যবহার করা হবে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশের মাধ্যমেই এই স্মার্ট বল মাঠে গড়াবে এমনটাই জানিয়েছে কুকাবুরা। আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোতে যদি এই স্মার্ট বলের ব্যবহার সফল হয় তবে পরবর্তীতে এটিকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও বিবেচনা করা হবে নিঃসন্দেহে।
———- দুর্জয় দাশ গুপ্ত