স্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ইমার্জিং দল বনাম শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার আনফিসিয়াল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে দুটি ছক্কা মেরে দলকে জয় এনে দেন ইয়াসিন আরাফাত।

প্রথমে টস জিতে ব্যাটিং করতে নামা শীলঙ্কা ইমার্জিং দলের ওপেনার পাঠান নিশাকা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। তার ব্যাট থেকে আসে ৫৫ রানের ঝলমলে ইনিংস। অধিনায়ক চারিথ আসালঙ্কাও দেখেশুনে খেলেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৬৫ রান আসে কামিন্দো মেন্ডিসের ব্যাট থেকে। শেষের দিকে জেহান ডেনিয়েলের ৪৩ রানে চড়ে ইনিংসের ৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কা অলআউট হয় ২৭৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানেই মোহাম্মমদ নাইমের উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার সাইফ হাসানও খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে দলকে আলোর পথ দেখান ইয়াসির আলি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফার্নান্দোর বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাবার আগে ৮৮ বল মোকাবেলায় শাতর ব্যাট থেকে আসে ৭৭ রান। অন্যদিকে ইনিংসের ৪৩তম ওভারে ব্যক্তিগত ৮৩ রানে ইয়াসির আলি ফিরে গেলে আর সুবিধা করতে পেরেননি বাকি ব্যাটসম্যানর। শেষের দিকে ম্যাচ জমিয়ে তোলেন শ্রীলঙ্কান বোলাররা। শেষ ওভারে বাংলাদেশের ১৩ রান প্রয়োজন হলে শেষ বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেন ইয়াসিন আরাফাত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »