‘স্বাধীনতা থাকবে’ এমন নিশ্চয়তায় প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছি: লিপু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন আশ্বাস পেয়েই জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। দল নির্বাচন করতে চান প্রতিপক্ষ বিচেবনা করে। আর ভালো পরামর্শ পেলে যে কারো পরার্মশই বিবেচনা করবেন। দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিবিসির প্রধান নির্বাচক লিপু।

দীর্ঘ প্রায় ১০ বছর পর বিবিসি কার্যালয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। প্রথমবারের মতো জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক এ অধিনায়ক।

নির্বাচক প্যালেন নিয়ে এতো দিন যে প্রশ্ন ছিল সেই চ্যালেঞ্জ সামলানোর দায়িত্ব এবার লিপুর হাতে। দায়িত্ব পাওয়ার পরদিনই মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান নির্বাচক জানান স্বাধীনভাবে কাজ করা নিশ্চয়তা পেয়েই নিয়েছেন দায়িত্ব। প্রধান নির্বাচক বলেন, ‘(কাজের ব্যাপারে) স্বাধীনতা থাকবে, এই ব্যাপারে আমার সঙ্গে তাদের কথা হয়েছে। মুক্তভাবে কাজ করার প্রতিশ্রুতি পেয়েই এসেছি। আমি বিশ্বাস করি স্বাধীনভাবে না হলে কাজ করে কোনো আনন্দ নেই। রাস্তা সব সময় খোলা আছে। আসার রাস্তা খোলা, যাওয়ার রাস্তাও খোলা।’

জাতীয় দলের প্রধান নির্বাচক জানিয়েছেন ভালো কোনো পরার্মশ থাকলে যে কারো সঙ্গেই আপোস করতে কোনো ধরনের বাধা নেই।  আর দল গঠন করতে চান প্রতিপক্ষ বিবেচনা করে। লিপু বলেন, ‘আমার যেটা ভিশন থাকবে, আপনারা জানেন যে আমাদের খেলোয়াড়ের সীমাবদ্ধতা আছে। সবকিছুই ঢাকা কেন্দ্রীক। এখান থেকেই ক্রিকেটার বাছাই করতে হয়। অন্যান্য দেশগুলোয় যেমন প্রাদেশিক ক্রিকেট আছে, ঠিক অতটা ঝামেলাপূর্ণ নয় এখানে। অপশনগুলো আমরা সবাই জানি। সেখানে প্রতিপক্ষের আলোকে এবং দেশে খেলছি না কোথায় খেলছি, এসব ভেবে ও প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে দল গড়তে চাইব।’

কদিন আগেই সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়ে ছিলেন হাথুরসিংহের অনধিকার চর্চার কারণে দায়িত্ব ছেড়েছিলেন। সেই হাথুরুই রয়েছন হেড কোচ। কিভাবে সামলাবেন হাথুরকে? লিপুও ছুড়ে দিলেন সেই চ্যালেঞ্জ। বলেন, ‘বল ইজ নট ডেলিভার্ড ইয়েট… সো লেট দা বল কাম অ্যান্ড লেট মি প্লে দা বল… অলরাইট?’

বিবিসির নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন হান্নান সরকার। যুবদলের নির্বাচকের দায়িত্বে থাকা হান্নান জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়ে জানান, দল থেকে হুট করে বাদ দেয়া নয়, ক্রিকেটারদের যথেষ্ঠ সুযোগ দিতে চান তিনি। বিসিবির এই নির্বাচক মনে করে জাতীয় দলে র্নিবাচকের সঙ্গে যুব দলের র্নিবাচকদের সমন্বয় থাকাটা বেশ গুরুত্বপূর্ণ, যেটা এতো দিন ছিল না।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »