স্বপ্ন পূরণের অপেক্ষায় মিশু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান। এই টান থেকেই স্বপ্নের শুরু। শুরুর দিকটায় ছিল না পরিবারের সাপোর্ট। কিন্তু একটা সময় স্বপ্নে পূরণে পাশে দাঁড়ালেন পরিবার। মায়ের সোজা কথা ক্রিকেটার হতে হলে হতে হবে মাশরাফীর মত। স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করার। অবশেষে ডাক এসেছে স্বপ্ন পূরণের। ত্রিদেশীয় টি২০ সিরিজের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার ইয়াসিন আরাফাত মিশু।

এখন পর্যন্ত স্বীকৃত কোন টি২০ ম্যাচ খেলেন নি, ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারও খুব একটা লম্বা না। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৮ টি। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ ম্যাচ খেলে উইকেট সংখ্যা ১৩।

ইয়াসিন আরাফাত মিশুর শহর নোয়াখালী। নোয়াখালী থেকে জাতীয় দলে ডাক পাওয়া তিনিই প্রথম ক্রিকেটার। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল)। কিন্তু মিশু গত ডিপিএলকে রেখেছেন স্মরণীয় করে। আবাহনীর বিপক্ষে এক ম্যাচেই নিয়েছিলেন ৮ উইকেট। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে হয়েছে রেকর্ড। মূলত এমন পারফরম্যান্সই মিশুকে নির্বাচকদের নজরে নিয়ে এসেছে।

আসন্ন ট্রাইনেশন সিরিজের জন্য ঘোষণা হওয়া বাংলাদেশ দলের বড় চমক এই মিশু। স্বীকৃত কোন টি২০ না খেলেই অভিষেক হতে পারে জাতীয় দলে এই তিন জাতির সিরিজে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৫ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে মাত্র ৪০ রান খরচায় ৮ উইকেট। এই বোলিং ফিগারই তাকে আলোচনায় নিয়ে এসেছে।

টেস্ট সিরিজে দলের একাধিক ক্রিকেটারের ব্যর্থতায়ই বুঝা যাচ্ছিল টি২০ সিরিজের জন্য দলে নতুন কোন মুখ আসতে চলেছে। আর এতেই কপাল খুললো মিশুর।

এমন তরুণ ক্রিকেটারকে হুট করে জাতীয় দলের জন্য বিবেচনায় আনার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মিশু বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে ছিল। ফিটনেস, পারফরম্যান্স সব দিক থেকেই আমাদের মনে হয়েছে মিশুর জন্য পারফেক্ট সময়। তাই এই সিরিজের জন্য তাকে ডাকা হয়েছে’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »