স্পিন পিচ নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন হরভজন

নিউজ ডেস্ক »

সবশেষ অ্যাশেজে ইংল্যান্ডের জন্য বড় হুমকি দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। সিরিজের প্রথম দুই ম্যাচে তার কাছেই হারতে হয় দলটিকে। আগামী মাসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বেন স্টোকসের দল। সেখানে ইংলিশ ব্যাটারদের খেলতে হবে স্পিন পিচে। তাই ইংলিশদের বাজবল সফল হবে না বলে মনে করেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।

 

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলেছে ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব। ফলে সাদা পোশাকের ক্রিকেটে হয়ে উঠেছে আরও আক্রমণাত্মক। এই তত্ত্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলকে হারালেও সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে আশানুরূপ সাফল্য পায়নি ইংলিশরা। অজিদের বিপক্ষে ইংলিশ ব্যাটারদের সবথেকে বেশি ভুগিয়েছে স্পিন।

 

 

অ্যাশেজের প্রথম টেস্টে লায়ন দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। স্পিন পিচ না হওয়ার পরও ইংলিশদের ভুগতে হয়েছিলো। সেখানে উপমহাদেশের উইকেট সর্বদা স্পিন সহায়ক হয়ে থাকে। যেখানে দলটিকে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের বিপক্ষে খেলতে হবে। তাই হরভজন মনে করেন বাজবল ভারতের মাটিতে সফল হবে না।

 

ভারতের পিচ ও ইংল্যান্ডের বাজবল নিয়ে সাবেক এই ভারতীয় স্পিনার বলেন, ‘বাজবল (ভারতের) কাজ করতে যাচ্ছে না। ইংল্যান্ডের জন্য পরিস্থিতি খুব কঠিন হতে চলেছে। প্রথম ডেলিভারি থেকেই এখানে (বল) টার্ন করা শুরু করবে। এবং দু’দলের স্পিনাররাই সেই সুবিধা নেবে।’

 

মূলত বাজবল খেলতে দরকার এমন পিচ যেখানে উইকেট হবে ব্যাটিং সহায়ক ও গতিময়। যেখানে দ্রুত গতিতে রান তোলা সম্ভব হয়। কিন্তু ভারতের এমন পিচে এমন কিছু দেখার সম্ভাবনা খুব কম। যেখানে পিচ থেকে অতিরিক্ত সুবিধা নিতে পারেন স্পিনাররা। ফলে হরভজন মনে করেন ইংলিশদের ব্যাটারদের জন্য ভারতের উইকেটে কিছুই থাকবে না।

 

বাজবলের আদর্শ পিচ নিয়ে হরভজন বলেন, ‘ইংল্যান্ড তখনই (ভারতের মাটিতে) আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। যখন তারা এমন একটি পিচ পাবে, যেখানে স্পিনারদের দেয়ার মতো কিছুই থাকবে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »