দুর্জয় দাশ গুপ্ত »
চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে সৌম্য সরকারের কুমিল্লা ওয়ারিয়র্স। নয় ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে এই দলটি। এর কারণ হিসেবে দলীয় অধিনায়ক মূলত দেশি ক্রিকেটারদের অফ ফর্মের বিষয়টিকে দায়ী করছেন। তার মতে স্থানীয়রা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না।
গণমাধ্যমকে সৌম্য জানান, ‘স্থানীয় ক্রিকেটারদের অনেক ভালো খেলা দলের জন্য প্রয়োজনীয়। আর এটা আমরা করতে পারি নাই। সব মিলিয়ে এখন যে পর্যায়ে আছি যদি স্থানীয়রা খুব ভালো খেলতে পারে তাহলে আমাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে।’
এবারের বিপিএলে নয় ম্যাচে কুমিল্লার হয়ে দেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল সৌম্য। ব্যাট হাতে ২৪৬ রান করেছেন তিনি। অন্যদিকে কুমিল্লার অন্য কোনো দেশি ব্যাটসম্যান ১৫০ রানও করতে পারেননি এই নয় ম্যাচে।
কেবল ব্যাট নয়, বল হাতেও উজ্জ্বল সৌম্য সরকার। নয় ম্যাচে নিয়েছেন মোট ১১টি উইকেট। কুমিল্লার নিয়মিত বোলার আল আমিন হোসেন ও সানজামুল হোসেনদের চাইতেও অনেক এগিয়ে আছেন তিনি।
প্লে অফের স্বপ্ন শেষ হয়ে যায়নি বরং এখনো টিকে আছে কুমিল্লার জন্য। তবে এজন্য নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের কোন বিকল্প নেই সৌম্যদের। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে প্রথম ধাপের আগে একটি সুসংবাদ পেয়েছেন সৌম্য-সানজামুলরা। স্ত্রীর অসুস্থতার কারণে আসরের মাঝপথে ইংল্যান্ডে ফিরে যাওয়া ডেভিড মালান আবারও যোগ দিচ্ছেন দলের সাথে। আগাীকাল অর্থাৎ ৭ জানুয়ারি সিলেট থান্ডারের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স। আর এই ম্যাচ দিয়েই আবারো বিপিএলে ফিরছেন মালান।