নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনেও পড়েছে করোনার প্রভাব। একের পর এক বাতিল করা হচ্ছে আন্তর্জাতিক সিরিজ। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার সিরিজ বাতিল হয়েছে। বাতিল হয়েছে তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফরও। করোনার কারণে বাতিল হয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজও। সবশেষ সিরিজ স্থগিতের ঘোষণা আসে সোমবার (১৬ মার্চ)। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজও বাতিল হয়েছে।
আগামী ২ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বুলাওয়েতে মাঠে গড়ানোর কথা ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে সেটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে এই সিরিজ বাতিল নিয়ে কথা বলেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রোম। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে এটিই একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, যেহেতু আমরা সকলেই চাই কভিড-১৯-এর বিস্তারকে কমাতে।’
ডিডট্রোম আরও বলেন, ‘আমরা আইরিশ এবং ব্রিটিশ সরকারের পরামর্শের পাশাপাশি প্রাসঙ্গিক স্বাস্থ্য ও ক্রীড়া সংস্থাগুলির পরামর্শ নিয়েছি এবং আসন্ন সপ্তাহ এবং মাসগুলিতে আমাদের কার্যক্রমের জন্য একটি সুরক্ষা পদ্ধতি গ্রহণ করব।’
তিনি জিম্বাবুয়েকে ধন্যবাদ দিতেও ভুল করেন নি। ‘আমরা জিম্বাবুয়েকে এই সিদ্ধান্তের সাথে একমত হবার কারণে ধন্যবাদ জানাচ্ছি। খুব শিঘ্রই আমরা স্থগিত হওয়া সিরিজের নতুন সূচী নির্ধারণে বসবো বলে আশা করছি’ – যোগ করেন ডিডট্রোম।
এর আগে করোনা ভাইরাস আতঙ্কে পিছিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। শোনা যাচ্ছে কমিয়ে আনা হতে পারে আইপিএলের ম্যাচ সংখ্যাও। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে এগিয়ে নিয়ে আসা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালও।