সানিউজ্জামান সরল »
বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ টাইটেল পাওয়া সাব্বির রহমান বিয়ে করেছেন কিছুদিন আগেই। সাব্বিরকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে স্ত্রী অর্পার সঙ্গে প্রেমের গল্প, ছুটি পেলে কি করবেন এবং জীবণযুদ্ধে পরিবর্তনের কিছু বিষয় ফুটিয়ে তুলা হয়েছে।
এই মূহুর্তে সাব্বির ছুটি পেলে, তিনি কি করতে চাইবেন? এমন প্রশ্নে সাব্বিরের সোজাসাপটা জবাব, ‘এই মূহুর্তে ছুটি পেলে আমার স্ত্রীকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর মক্কা শরীফে ওমরা পালন করতে যেতে চাই। এটা আমার খুব ইচ্ছা।’
স্ত্রীর সঙ্গে প্রেমের গল্প শেয়ার করতে গিয়ে সাব্বির জানান, ‘আমাদের সবচেয়ে বিশেষ একটি স্মৃতি হলো অর্পাকে নিয়ে আমার প্রথম বাইকে করে ঘুরতে যাওয়া। কোন মেয়েকে বাইকের পেছনে বসিয়ে প্রথম ভ্রমণ ছিল আমার। অর্পারো এটি প্রথমকবারই হয়েছিল। এটা আমার এবং আমার স্ত্রী অর্পার সবসময় মনে থাকবে।’
সবশেষে ভক্তদের উদ্দেশ্যে হার্ড হিটার এই ব্যাটসম্যান বলেছেন, ‘যারা আমার এই সাক্ষাৎকারটি দেখেছেন তাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা আগে যেভাবে আমাকে সমর্থন দিয়ে গেছেন; ভবিষ্যতেও আমাকে এইভাবেই সমর্থন দিয়ে যাবেন। আমার ভালো-খারাপ দুই সময়েই আমার সাথে থাকবেন। এতে আমি মানসিকভাবে শক্তি পাবো। কেননা আপনারাই আমার শক্তি।’