স্ট্যাম্প মাইক্রোফোন নিয়ে প্রশ্ন তুলেছেন বাটলার

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ভারনন ফিল্যান্ডারকে দুর্ব্যবহারের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে। আইসিসি কর্তৃক একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন বাটলার। পরে সাংবাদিকদের মুখোমুখী হলে স্টাম্প মাইক্রোফোন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মাঠে অমার্জিত ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি বাটলার বলেন, ‘খেলার উত্তেজনায় অনেক কিছু ঘটে যায় এবং যা আমাদের মধ্যে বেশ স্বাভাবিকও বটে। তবে স্টাম্প মাইক্রোফোনে করে টেলিভিশন শ্রোতাদের শুনার যৌক্ততা কেমন তা আমি জানি না।’

বাটলার বলেন, ‘এমন কিছু বলা হয়ে যেতে পারে যা তেমন কিছুই বোঝায় না, তবে বাড়ির দর্শকের তা খুব খারাপভাবেই আসতে পারে। এটা সবাই মেনে নিতে পারে না’

নিজের ভুল স্বীকার করে বাটলার বলেছেন, ‘রোল মডেল হিসেবে আমাদের একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করা কর্তব্য। আমি ক্ষমা চাই এবং বুঝতে চাই যে এটি আচরণ করার উপায় নয়।’

‘টেস্ট ক্রিকেটের উত্তপ্ততা অনেক গুরুতর, যার কারনে এমন কিছু ঘটে যায় মাঝে মাঝে। আমাদের দলের সবাই জয়ের জন্য চাপ দিচ্ছিল এবং উইকেটের দরকার ছিল। এরই মাঝে এমন ঘটনা ঘটে যায়।’

উল্লেখ্য, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ১৬ জানুয়ারি থেকে শুরু হবে পোর্ট এলিজাবেথে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »