নিউজ ডেস্ক »
সাকিব আল হাসান যাকে বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার। কিছুদিন আগ পর্যন্ত ও ছিলেন সব ফরম্যাটের সেরা অলরাউন্ডার। সম্প্রতি ভারতের সাবেক ওপেনার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে সেরা অলরাউন্ডারদের নাম ঘোষণা করেছেন। যেখানে সবার উপরে রেখেছেন ইংল্যান্ডের বেন স্টোকসকে। এরপর দ্বিতীয়তে রেখেছেন সাকিবকে।
আকাশ চোপড়ার স্বদেশী রবীন্দ্র জাদেজার মাঝে সেরাদের সেরা হওয়ার অমিত সম্ভাবনা থাকলেও স্টোকসের কাছে পৌঁছাতে আরো সময় লাগবে বলে মনে করেন তিনি। তাঁর দাবি ইংলিশ অলরাউন্ডারের সাথে পাল্লা দেওয়ার মতো যোগ্যতা বর্তমানে কেবল শুধু সাকিবেরই রয়েছে।
সেরা অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসকে বেঁছে নেওয়ার সুস্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন আকাশ চোপড়া। ব্যাট এবং বল হাতে বিগত দুই বছর ধরে ধারাবাহিক ভালো খেলছেন স্টোকস। দীর্ঘ দিন মাঠের ক্রিকেট বন্ধ থাকার পরও পারফরম্যান্সে এতটুকু ভাটা পড়েনি তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টই রেখেছেন সামর্থ্যের সবটুকু প্রমাণ।
বিগত দুই বছরে স্টোকসের ব্যাটিং এবং বোলিং পরিসংখ্যান তুলে ধরে আকাশ চোপড়া বলেন,’‘এই মুহূর্তে আমার মনে হয় বেন স্টোকসই সব ফরম্যাটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যদি টেস্ট ক্রিকেটে দেখেন, ব্যাট হাতে ওর গড় ৪৩, ওয়ানডেতে ৫৯, আর টি-টোয়েন্টিতে ওর গড় ৩৩ শেষ দুই বছরে। টেস্টে বোলিং গড় ২৮। ওয়ানডেতে ৫৪, এটা অবশ্য একটু আলাদা। টি-টোয়েন্টিতে ওর বোলিং গড় ১৮।”
নিউজক্রিকেট/ এসএস